1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭ মার্চের ভাষণ আজও গায়ে কাঁটা দেয়: হান্স হার্ডার

৬ মার্চ ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডয়চে ভেলের মুখোমুখি হয়েছেন জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া ইন্সটিটিউটের প্রধান ডঃ হান্স হার্ডার৷

ছবি: DW/A. Islam

ডয়চে ভেলে: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে রয়েছি আমরা৷ বাংলাদেশ সরকার দেশে ও অন্যান্য দূতাবাসে তা উদযাপনে নানা আয়োজন করেছে৷ আপনার অনুভূতি কেমন?

ড. হান্স হার্ডার: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ নিয়ে যে এত হইচই হচ্ছে সব জায়গায়, সেটা খুবই স্বাভাবিক৷ কারণ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হবার পেছনে বঙ্গবন্ধুর বিরাট বড় ভূমিকা ছিল বলে আমি মনে করি৷ এমনকি এটা বলা যেতেই পারে যে শেখ মুজিবের মতো সম্ভ্রান্ত, জোরালো, সাহসী জননায়ক না থাকলে বাংলাদেশ সেই সময় স্বাধীন হতে পারতো কি না, তা সন্দেহের বিষয়৷

এবছর যেহেতু তাঁর জন্মশতবর্ষ, সেই উপলক্ষে বাংলাদেশে সরকারিভাবে নানা আয়োজন করা হয়েছে৷ এর মধ্যে অন্যতম আকর্ষণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আপনি বিষয়টা কীভাবে দেখছেন?

এটা নিয়ে আমার মনে হয় আলোচনার অবশ্যই দরকার আছে৷ গভীরে যেতে হবে তার জন্য৷ এই ঘটনা নিয়ে আমি সহজ-সরল কোনো বক্তব্য দিতে পারব না৷ আপাতত এই বিষয়ে কথা না বলাই উচিত৷

জার্মানিতে কি বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন হওয়া উচিত, হলে কীভাবে? 

হওয়া উচিত৷ কিন্তু হবে কি না তা আমার জানা নেই৷ আমরা এখানে (হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে) কিছু করছি না এখন পর্যন্ত৷ কিন্তু একদম কিছু করব না, তা এই মুহূর্তে জানি না৷ এখানে (জার্মানিতে) অনেক রাজনৈতিক পক্ষ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা আছেন৷ তাঁরা নিশ্চয়ই কিছু না কিছু করবেন, কিন্তু আমার বিস্তারিত জানা নেই সেবিষয়ে৷ কিন্তু জার্মানি ছাড়াও, বিশ্বের সব জায়গাতেই আমাদের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করা উচিত, কারণ আমি মনে করি তিনি একজন প্রতীক৷ শেখ মুজিব আজও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রতীক৷ আমি প্রায়ই ওনার বিখ্যাত সব বক্তৃতার লাইন মনে করি৷ যেমন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম/ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম''৷ রমনাতে ৭ মার্চের এই ভাষণ আজও আমাদের গায়ে কাঁটা দেয়৷ তাই আমি মনে করি শেখ মুজিবকে সাহসের প্রতিমূর্তি হিসাবে দেখা উচিত৷

একজন গবেষকের দৃষ্টিভঙ্গী থেকে আপনার কি মনে হয় বঙ্গবন্ধুকে নিয়ে কাজ করার এখনও আরো অনেক জায়গা আছে?

জায়গা নিশ্চয়ই আছে, কিন্তু সমালোচনারও জায়গা আছে৷ এইসব সমালোচনার জায়গা হয়তো এখন জন্মশতবার্ষিকীকে ঘিরে নাও করা যেতে পারে, এখানে সেটা মানানসই হবে না৷ কিন্তু বঙ্গবন্ধুকে দেখার অনেক ধরনের দৃষ্টিভঙ্গী থাকতে পারে, অনেক পরিপ্রেক্ষিত থাকতে পারে৷ এই দৃষ্টিভঙ্গীগুলির গভীরে গেলে বঙ্গবন্ধুকে শুধুই সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে দেখতে পাব তা তো নয়, তখন অন্যান্য দিকগুলিও দেখব৷ এই দুই দৃষ্টিভঙ্গীর মধ্যে যে ব্যবধান রাখা দরকার, তা এখনকার পরিস্থিতিতে আমি দেখছি না৷ 

৭ মার্চের ভাষণ আজও গায়ে কাঁটা দেয়

This browser does not support the audio element.

আপনার কাছে আজকের সময়ে বঙ্গবন্ধু গুরুত্বপূর্ণ কেন? 

এই সাহসী ব্যক্তিত্বকে মনে রাখা অবশ্যই উচিত৷ কারণ এই শেখ মুজিব সব ধরনের দলীয় রাজনীতির ঊর্ধ্বে, সব দলের রাজনীতির, রাজনৈতিক লবির হস্তক্ষেপের বাইরে৷ কোনো বিশেষ দলের নেতা হিসাবে নয়৷ আমরা যেন ওনাকে দেখি একজন অসম সাহসী ব্যক্তিত্ব হিসাবে৷ এভাবেই যেন ওনার স্মৃতিচারণ করা হয়৷

আপনি বাংলাদেশে গেলে সেখানে বঙ্গবন্ধুকে কোথায় খুঁজে পান?

আজকাল আমরা বাংলাদেশে শেখ মুজিবকে সর্বত্রই পাই৷ দেওয়ালে দেওয়ালে, রাস্তায় রাস্তায় তাঁকে দেখতে পাই৷ ওনার কথা না ভেবে থাকাই যায় না, কারণ এত প্রচার হচ্ছে ওনার নামে৷ এই প্রচারগুলো সব যে ঠিক তা নয়, কিন্তু সেটা অন্য আলোচনা৷ এখন সেটায় আমি যাচ্ছি না৷

আমাদের পাঠকদের জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আপনার কোনো বিশেষ বার্তা আছে কি?

এই আনন্দ উপলক্ষে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করতে চাই৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ