1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮০ বছরে পড়লেন লেখিকা ক্রিস্টা ভল্ফ

আব্দুল্লাহ আল-ফারুক১৮ মার্চ ২০০৯

সমকালীন জার্মান সাহিত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখিকা বলে পরিচিত ক্রিস্টা ভল্ফ৷ ১৮ই মার্চ তাঁর বয়স হল ৮০ বছর৷

১৯৭৩ সালে বার্লিনে ক্রিস্টা ভল্ফছবি: picture-alliance/ZB

ভল্ফ জার্মান সাহিত্যের একমাত্র জীবিত ধ্রূপদি লেখিকা বলে সম্মান পেয়ে আসছেন৷ ভেঙে পড়া কমিউনিস্ট পূর্ব জার্মানিতে তিনি ছিলেন তারকার মর্যাদা পাওয়া লেখিকা৷

ক্রিস্টা ভল্ফকে বলা হয়ে থাকে জার্মান সাহিত্যের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক কন্ঠ৷ তাঁর লেখা উপন্যাস গল্প কুড়িটিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে৷ লিখেছেন বহু প্রবন্ধ৷ পুবে ও পশ্চিমে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ বিতর্কও হয়েছে তাঁর লেখা নিয়ে৷ সাবেক পূর্ব জার্মান রাষ্ট্রে এবং পুনরএকত্রিত জার্মানিতে বার বার ক্রিস্টা ভল্ফ সমাজ ও রাষ্ট্রের নানা বিতর্কে অংশ নিতে দ্বিধা করেন নি৷

ক্রিস্টা ভল্ফ-এর জন্ম আজকের পোল্যান্ডের অন্তর্ভুক্ত লান্ডসবেয়ার্গ-এ ১৯২৯ সালের ১৮ই মার্চ৷ দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষে সোভিয়েত রেড আর্মির ভয়ে তাঁদের পরিবার পালিয়ে আসে জার্মানির পূর্বাঞ্চলের মেকলেনবুর্গে৷ ১৯৪৯ সালে স্কুল ফাইনাল দেয়ার বছরেই তিনি পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টির সদস্য হন৷ জার্মান ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা শেষ করেন ১৯৫৩ সালে ইয়েনা আর লাইপৎসিগ বিশ্ববিদ্যালয় থেকে৷

৮০ বছরে পড়লেন লেখিকা ক্রিস্টা ভল্ফছবি: picture-alliance/dpa

লেখকজীবনের প্রাথমিক পর্বে ক্রিস্টা ভল্ফ সাবেক পূর্ব জার্মানির সাহিত্যের নতুন কন্ঠ হিসেবে প্রশংসা পান৷ ষাট-এর দশক থেকে তিনি অবশ্য পূর্ব জার্মান কমিউনিস্ট শাসক গোষ্ঠীর সমালোচনায় ব্রতী হয়েছেন৷ একই সঙ্গে সমাজবাদকে পুঁজিবাদী পশ্চিমের বিকল্প হিসেবে দেখেন তিনি৷

বিভক্ত জার্মানির সমস্যার আলোকে লেখা উপন্যাস ‘‘ডেয়ার গেটাইলটে হিমেল'' - বিভক্ত আকাশ - ক্রিস্টা ভল্ফকে পৌঁছে দেয় বিপুল সংখ্যক পাঠকদের কাছে৷ এই উপন্যাসের জন্য ১৯৬৩ সালে তিনি পান হাইনরিশ মান সাহিত্য পুরস্কার৷ এর এক বছর পর চলচ্চিত্রকার কনরাড ভল্ফ নির্মাণ করেন একই নামের ছবি৷ লেখিকার নাম ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে জার্মানির পশ্চিমেও৷ ১৯৬৮ সালে প্রকাশিত গল্পগ্রন্থ ‘‘নাখডেংকেন উবার ক্রিস্টা টি'' - ক্রিস্টা টি-কে নিয়ে ভাবনা - জার্মান সাহিত্যাকাশে তাঁর অবস্থানকে করে সুদৃঢ়৷

‘‘কাইন অর্ট - নির্গেন্ডস'', ‘‘কাসান্ড্রা'' -এই গল্পগ্রন্থ প্রথমে বেরোয় তখনকার পশ্চিম জার্মানিতে৷ এবং তা অচিরেই পুব ও পশ্চিমে শান্তি ও নারীবাদী আন্দোলনের অবশ্য পাঠ্য লেখা হিসেবে সমাদৃত হয়৷ ১৯৭৬ সালে গায়ক ও লেখক ভল্ফ বিয়ারমান পশ্চিমে এলে তাঁর নাগরিকত্ব বাতিল করে কমিউনিস্ট পূর্ব জার্মান সরকার৷ এই পদক্ষেপের বিরোধিতা করে খোলা চিঠিতে সই করেছিলেন পূর্ব জার্মানির যে সব লেখক শিল্পী, ক্রিস্টা ভল্ফ ছিলেন তাঁদের অন্যতম৷ এর জন্য কমিউনিস্ট শাসকদের কাছ থেকে নিন্দেমন্দ শুনতে হয়েছিল তাঁকে৷

তখনকার পূর্ব জার্মানিতে ক্রিস্টা ভল্ফ ছিলেন অনুগত এক বিরুদ্ধবাদী৷ রাষ্ট্র তাঁর চলাফেরায় বাধার সৃষ্টি করে নি৷ অতিথি অধ্যাপক হিসেবে তিনি যান ওহাইও, এডিনবরা, জুরিখ৷ ছুটি কাটান কৃষ্ণ সাগরে, কোট দাজুর-এ৷ পুবে এবং পশ্চিমেও তিনি নানা সাহিত্য কংগ্রেসে অংশ নিয়েছেন - উপস্থিত হয়েছেন পুরস্কার নিতে৷ বারবারই ফিরে যান তিনি সেই পূর্ব জার্মান রাষ্ট্রে৷ ‘‘আর কোথাও তিনি লিখতে পারবেন না, থাকতে পারবেন না'', বলেছেন তিনি নিজেও৷ আর এই কারণে পশ্চিমের অনেকে তাঁকে তৎকালীন কমিউনিস্ট পূর্ব জার্মানির সরকারী পৃষ্ঠপোষকতা পাওয়া কবি বলে সমালোচনা করেছেন৷

১৯৮৯ সালের জুন মাসে পূর্ব জার্মান কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসেন ক্রিস্টা ভল্ফ৷ ঐ বছরের ৮ নভেম্বর অর্থাৎ কুখ্যাত বার্লিন প্রাচীর ভেঙে যাওয়ার এক দিন আগে তিনি গণতান্ত্রিক সমাজবাদের এক ইউটোপিয়ার পক্ষে দরবার করেন৷ পুনরএকত্রিত জার্মানিতে ১৯৯৩ সালে এই খবর চাউর হয়ে যায় যে লেখিকা ১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পূর্ব জার্মানির রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা স্টাসিকে তথ্য সরবরাহ করেন৷ ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি৷ একই সঙ্গে এই তথ্যও প্রকাশ পায় যে, ষাটের দশকের শেষ দিক থেকে স্টাসি তাঁর ও তাঁর পরিবারের ওপর একেবারে নিয়ম করে নজরদারী চালিয়েছিল৷ তাঁর স্বামী লেখক-সমালোচক গেয়ারহার্ড ভল্ফ৷ ১৯৫১ সালে বিয়ে হয় তাঁদের৷ দুই সন্তান তাঁদের৷

নতুন সহস্রাব্দে বিভিন্ন আত্মজৈবনিক লেখা নিয়ে পাঠকের সামনে ফিরে আসেন ক্রিস্টা ভল্ফ৷ স্বগত সংলাপের সঙ্গে মিশে গেছে স্বপ্ন ও সত্য৷ ধরা পড়েছে পুনরএকত্রিত জার্মানির নতুন বাস্তবতা৷ এখনও লিখে চলেছেন তিনি৷ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি৷ ১৯৮০ সালেই পান জার্মানির সর্বোচ্চ সাহিত্য পুরস্কার গেয়র্গ ব্যুশনার প্রাইজ৷ ২০০২ সালে তাঁর সারা জীবনের রচনাকর্মের জন্য ক্রিস্টা ভল্ফ পান জার্মান গ্রন্থ পুরস্কার৷ তাঁর নতুন উপন্যাস ‘‘স্টাট ডেয়ার এঙ্গেল'' - দেবদূতদের শহর - প্রকাশের অপেক্ষায়৷ নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রাপকদের তালিকায় ক্রিস্টা ভল্ফ-এর নাম স্থান পেয়েছে একাধিকবার৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ