1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফরাসি-পাকিস্তানি জঙ্গি

২৭ মার্চ ২০১২

সম্প্রতি ফ্রান্সের তুলুজে এক ব্যক্তির গুলিতে সাতজন নিহত হওয়ার ঘটনা বেশ আলোড়ন তুলেছে৷ এদিকে, পাকিস্তানি গোয়েন্দাদের দেয়া তথ্য সত্য হলে ফ্রান্সে ভবিষ্যতে এ ধরণের ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে৷

ছবি: picture-alliance/dpa

উত্তর ওয়াজিরিস্তান৷ পাকিস্তানের এই এলাকাটি জঙ্গি গোষ্ঠী তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের শক্ত ঘাঁটি বলে পরিচিত৷ প্রায় ৮৫ জন ফ্রেঞ্চ নাগরিক গত তিন বছর ধরে সেখানে জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা৷ বার্তা সংস্থা এপি'কে তাঁরা এই তথ্য দেন৷ শুধু তাই নয়, তুলুজের ঘটনার নায়ক মহম্মদ মেরাহ নাকি ২০১০ সালে আফগানিস্তান আর তার পরের বছর পাকিস্তান গিয়েছিলেন প্রশিক্ষণ নিতে - এমন তথ্যও দিচ্ছেন গোয়ন্দা কর্মকর্তারা৷ এদিকে, আহমেদ মেরওয়াত নামের এক জঙ্গি কমান্ডার বার্তা সংস্থা এপি'র কাছে দাবি করেছেন যে, মেরাহ ওয়াজিরিস্তানে পাকিস্তানি তালেবানের জুনদুল্লাহ নামের একটি গোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল৷ অবশ্য তাঁর এই তথ্যের সত্যতা নিশ্চিত করা যায়নি৷

২৩ বছর বয়সি মেরাহ আলজেরীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক ছিলেন৷ তিন ইহুদি শিক্ষার্থী ও এক ইহুদি রাব্বি সহ মোট সাতজনকে তিনি খুন করেন৷ পরে ফরাসি পুলিশের গুলিতে নিহত হন মেরাহ৷

মোহাম্মদ মেরাহর হাতে নিহত হয়েছে এদের স্বজনরাছবি: picture-alliance/dpa

পাকিস্তানি গোয়েন্দাদের এসব তথ্যে ফ্রান্সে ভবিষ্যতে আরও এ ধরণের হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ লন্ডনে বসবাসকারী পাকিস্তানি সাংবাদিক ফারূক সুলেহরিয়া বলছেন, এর ফলে পাকিস্তানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের অবনতি হতে পারে৷

তবে তিনি বলছেন এই ধরণের ঘটনা এটাই প্রথম নয়৷ এর আগেও দেখা গেছে ব্রিটিশ অনেক নাগরিক প্রশিক্ষণের জন্য পাকিস্তানে গেছেন৷ এছাড়া সুইডিশরাও সেখানে গেছেন, এমন খবর আমরা জানি৷ সুলেহরিয়া বলেন, যখন এসব খবর বের হয় তখন বিশ্বের কাছে পাকিস্তানের ভাবমূর্তি আরও খারাপ হয়ে যায়৷

তিনি বলেন, মুসলিম দেশগুলোতে ‘ইসলামাইজেশন' বেড়ে যাওয়ায় পশ্চিমের দেশগুলোতে যে মুসলমান তরুণরা রয়েছেন তাদের মধ্যেও মৌলবাদী চিন্তাভাবনার প্রসার ঘটছে৷ তবে সুলেহরিয়া বলেন এটা শুধু মুসলমানদের ক্ষেত্রেই নয়৷ তিনি বলেন, ‘‘শুধু মুসলমানদের ক্ষেত্রে যে এমনটা ঘটে তা নয়৷ ভারতে যখন বিজেপি সরকার ক্ষমতায় গিয়েছিল তখনও পাশ্চাত্যের হিন্দু যুবকদের মধ্যে এক ধরনের মৌলবাদী ধ্যান-ধারণার জন্ম হয়েছিল৷''

এই বাড়িতে বসবাস করতো মেরাহছবি: dapd

পাকিস্তানি এই সাংবাদিক বলছেন, জঙ্গি তৎপরতার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই৷ অন্যদিকে, সেনাবাহিনী তালেবানের ঘাঁটি ভাঙতে প্রস্তুত নয়৷ এমনকি সরকার আদৌ তালেবানকে নিয়ন্ত্রণ করতে ইচ্ছুক কীনা সেটা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সুলেহরিয়া৷

পশ্চিমা বিশ্বে ইসলামি মৌলবাদ বেড়ে যাওয়ার জন্য সেদেশের সরকারও দায়ী বলে মনে করেন তিনি৷ সুলেহরিয়া বলেন, আশির দশকে ফ্রান্সে অভিবাসী হওয়া মুসলমানদের মধ্য থেকে কমিউনিস্ট চিন্তাভাবনা দূর করার কৌশল হিসেবে মৌলবাদীদের তাদের তৎপরতা চালাতে উৎসাহ দেয়া হয়েছিল৷

এদিকে ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা নিয়ে পিএইচডি করছেন এমন একজন, আদেল খান বলছেন, পিতামাতার সঙ্গে তরুণদের চিন্তাভাবনার সংঘাতের কারণে পশ্চিমের মুসলমান তরুণরা এ ধরণের কাজে লিপ্ত হচ্ছে৷ তরুণরা মনে করে এর মাধ্যমে পশ্চিমা বিশ্বের কাছে তাদের পরিচিতি আরও শক্ত হবে৷

কাউন্টার-এক্সট্রিমিজম নিয়ে কাজ করা ব্রিটেন ভিত্তিক সংস্থা কুইলিয়াম ফাউন্ডেশনের নোমান বেন্টোমান মনে করেন সন্ত্রাসী হামলা প্রতিহত করতে যে ধরণের চেষ্টা দরকার, সেটা করতে পারছে না পশ্চিমা বিশ্বের দেশগুলো৷

প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ