1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৮ হাজার রোহিঙ্গাকে ‘স্বীকার করেছে' মিয়ানমার

১৬ অক্টোবর ২০১৮

প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ থেকে যে আট হাজার রোহিঙ্গার তালিকা দেওয়া হয়েছিল, যাচাই-বাছাই করে তাঁদের নিজেদের বাসিন্দা বলে স্বীকার করে নিয়েছে মিয়ানমার৷

Bangladesch Rohingya Flüchtlinge in Kutupalong Flüchtlingslager
ছবি: picture-alliance/NurPhoto/T. Chowdhury

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে৷ তবে এ বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি৷

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মধ্যে গত বছর সেপ্টেম্বর থেকে কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়৷ পরে আন্তর্জাতিক মহলের চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমার৷

গত ডিসেম্বরে এ বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হওয়ার পর প্রথম দফায় প্রত্যাবাসনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে ১৬৭৩টি পরিবারের ৮ হাজার ২ জন রোহিঙ্গার নাম পাঠানো হয়৷ গত ফেব্রুয়ারিতে এই তালিকা পাঠানো হলেও তাঁদের পরিচয় নিশ্চিত করতেই এই সময় লাগল৷

মিয়ানমারের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে সরকারি দলের প্রতিনিধিরা অক্টোবর শেষেই বাংলাদেশে যাচ্ছেন জানিয়ে মাহমুদ আলী বলেন৷ তখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলেও জানান তিনি৷

প্রত্যাবাসনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বলার মতো নতুন কিছু নেই, প্রক্রিয়া চলছে৷''

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নেওয়ার পর সেখানে থাকার জন্য রাখাইন প্রদেশে তাঁদের গ্রামে ঘর তুলতে হবে৷ এক্ষেত্রে ভারত মিয়ানমারকে সহযোগিতা করছে৷

রাখাইনের মংডু এলাকায় যেখানে রোহিঙ্গাদের বাস, সেখানে ঘর তৈরিতে সহযোগিতার জন্য চীনকেও অনুরোধ করেছেন বলে জানান তিনি৷

বিভিন্ন সময় নির্যাতনের মুখে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল চার লাখের মতো রোহিঙ্গা৷ গত বছরের আগস্টে রাখাইনে সেনা অভিযান শুরুর পর বাংলাদেশ সীমান্তে রোহিঙ্গাদের ঢল নামে৷

এ মুহূর্তে সব মিলিয়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে থাকলেও চুক্তি অনুযায়ী শুধু গত বছরের অগাস্টের পর থেকে আসা শরণার্থীদের প্রত্যাবাসনের জন্য বিবেচনা করা হচ্ছে৷

এই রোহিঙ্গাদের কক্সবাজারের কয়েকটি আশ্রয় শিবিরে রাখা হয়েছে৷ প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় সেখান থেকে একটি অংশকে নোয়াখালীর ভাসানচরে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে৷

রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসেবে মানতেনারাজ মিয়ানমারের সরকার চুক্তি করলেও প্রত্যাবাসনে গড়িমসি করে আসছে বলে বাংলাদেশ সরকারের অভিযোগ৷ তাই মিয়ানমারের উপর চাপ বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের উপর আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ৷

এএইচ/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ