1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন সাজে হলিউড

৫ ডিসেম্বর ২০১২

আগামী বছর নব্বইয়ে পা রাখছে হলিউড৷ তবে উৎসবের তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই৷ সবার আগে পাহাড়ের উপর বসানো বিশাল ‘লোগো’ চুনকাম করা হলো৷

লস এঞ্জেলেস বিমানবন্দরে ওঠানামার সময় বিমান থেকেই দেখা যায় হলিউডের মহিমা৷ শহরের উত্তরে মাউন্ট লি পাহাড়ের উপর হলিউড শব্দটির ন'টি অক্ষর ১৫ মিটার দীর্ঘ বিশাল ত্রিমাত্রিক শৌধের মতো পাশাপাশি রাখা আছে৷ শহরের বিভিন্ন প্রান্ত থেকেও দেখা যায় সেই দৃশ্য৷ রাতে আলোকিত হয়ে ওঠে অক্ষরগুলি৷

আগামী বছর নব্বইয়ে পা রাখছে হলিউডছবি: mipan - Fotolia.com

গত দুই মাস ধরে চুনকামের পর মঙ্গলবার উন্মোচিত হয়েছে এই লোগো৷ ৩৬০ গ্যালন রঙ লেগেছে এই কাজ করতে৷ ব্যয় হয়েছে প্রায় ১ লক্ষ ৭৫ হাজার ডলার৷ তবে দেশটা অ্যামেরিকা বলে কথা! রঙ কোম্পানিই নিজের পকেট থেকে এর মধ্যে এক লক্ষ ৪০ হাজার ডলার দিয়েছে৷ কারণ এর মাধ্যমে তাদের যে বিজ্ঞাপন হচ্ছে, তা থেকে বিশাল ফায়দা তুলতে পারবে তারা৷ তবে শুধু রঙ নয়, কাঠামোটিকে শক্তিশালী রাখতে আরও অনেক কাজ করতে হয়েছে৷

মিস্ত্রিদের যে দল এই কঠিন কাজটি সেরেছে, তাদের বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে৷ এমন কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে তারা বেশ গর্বিত৷ তাদেরই একজন ভিক্টর গ্যালিন্ডো৷ তিনি বলেন, হলিউডের প্রথম অক্ষর ‘এইচ' রঙ করতেই বেশ বেগ পেতে হয়েছিল৷ তারপর বাকি অক্ষরগুলি নিয়ে আর তেমন সমস্যা হয় নি৷ এরপর কাজ বেশ দ্রুত এগিয়েছে৷

পাহাড়ের বুকে এই অক্ষরগুলি শহরের অন্যতম প্রধান আকর্ষণ৷ পর্যটকদের ভিড় লেগেই থাকে৷ অনেকে পাহাড় বেয়ে উঠে অক্ষরগুলির কাছাকাছি গিয়ে দেখতে চান৷ অথচ এমনটা যে হবে, সেটা কেউ ভাবতেই পারে নি৷ কারণ ১৯২৩ সালে গোটা এলাকায় বসতি তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল৷ মূল শহর থেকে দূরের এই এলাকায় বাড়িঘর তৈরির কাজ শুরু করেছিল ‘হলিউডল্যান্ড' নামের এক কোম্পানি৷ তারাই বিজ্ঞাপন হিসেবে এই বিশাল অক্ষরগুলি খাড়া করে৷ তারপর গত শতাব্দীর চল্লিশের দশকে ‘ল্যান্ড'-এর চারটি অক্ষর তুলে নেওয়া হয়৷ তারপর বেশ কিছুকাল অবহেলিত ছিল অক্ষরগুলি৷ সত্তরের দশকে অর্থ সংগ্রহ করতে অক্ষরগুলিকে ‘দত্তক' দেওয়ার উদ্যোগ নেওয়া হয়৷

এসবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ