1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯০০ কোটি টাকা চাঁদা ধরা আছে বেগুন লেবু তরমুজের দামে

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৭ এপ্রিল ২০২২

বাণিজ্যমন্ত্রীর অভিযোগের পরও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি থামছে না৷ খোদ পুলিশের বিরুদ্ধেও এই চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে ৷ আর এই চাঁদার ভার শেষ পর্যন্ত বইতে হয় সাধারণ ক্রেতাদের৷

বাণিজ্যমন্ত্রীর অভিযোগের পরও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি থামছে না৷
বাণিজ্যমন্ত্রীর অভিযোগের পরও পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি থামছে না৷ছবি: Mortuza Rashed

এই কারণেই তরমুজ ঢাকায় বিক্রি হয় ৫০০ টাকায়, বেগুনের কেজি ১২০ টাকা আর লেবু হয় ৬০ টাকা বলে জানান বাংলাদেশ সড়ক পরিবহণশ্রমিক সমিতির সভাপতি মো. হানিফ খোকন৷ চাঁদা মেটাতে গিয়ে পণ্য পরিবহণ খরচ অনেক বেড়ে যায়৷ সাতক্ষীরা থেকে একটি মাছের ট্রাক চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে যেতে তিন-চার হাজার টাকা চাঁদা দিতে হয়৷ পঁচনশীল দ্রব্য হলে চাঁদার পরিমাণ বেড়ে যায়৷ যেমন চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে সকাল সাতটার মধ্যে মাছ নিয়ে যেতে না পারলে সেই মাছ বিক্রি করা সম্ভব নয়৷ ঢাকার কারওয়ান বাজারেও তাই৷ মাছ, শাকসবজি সকাল সাতটার মধ্যে নিয়ে আসতে না পারলে আর উপায় নাই৷

আন্তঃজেলা ট্রাক চালক মেহাম্মদ নিয়ামত আলী জানান, প্রতিটি ট্রিপে নানা পর্যায়ে চাঁদা দেয়া ছাড়া মাসিক ভিত্তিতে চাঁদা দিতে হয়৷ তিনি বলেন,‘‘চট্টগ্রাম থেকে ঢাকায় একটি ট্রাক পণ্য নিয়ে এলে  চার-পাঁচ জায়গায় চাঁদা দিতে হয়৷ এর মধ্যে মালিক- শ্রমিক ইউনিয়ন, পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন এলাকার প্রভাবশালীরা রয়েছেন৷ এক ট্রিপে দুই হাজার ৫০০ থেকে তিন হাজার টাকা চাঁদা দিতে হয়৷ আর পুলিশকে মাসিক চাঁদা দিতে হয় দুই হাজার টাকা ৷ এজন্য তারা আমাদের কার্ড বা টোকেন দেয়৷’’

‘‘এক ট্রিপে ২৫০০ থেকে তিন হাজার টাকা চাঁদা দিতে হয়’’

This browser does not support the audio element.


তিনি বলেন, ‘‘আমরা যখন ভাড়া ঠিক করি তার মধ্যে এই চাঁদার টাকা ধরেই ভাড়া ঠিক করি৷ ফলে পরিবহন খরচ বেড়ে যায়৷  আর এই কারণেশাক-সবজি, মাছ বা কাঁচামালের দামও বেড়ে যায়৷”
পণ্য পরিবহন ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব জানান,‘‘পুলিশের কেন্দ্রীয় চাঁদা ছাড়াও হাইওয়ে পুলিশকে আলাদাভাবে চাঁদা দিতে হয়৷ বিভিন্ন স্পটে নানা অজুহাতে ট্রাক দাঁড় করিয়ে পুলিশ চাঁদা নেয়৷ এর বাইরে এখন পৌরসভা, সিটি কর্পোরেশন, ফেরির সিরিয়াল পেতে ফেরির লোজনকে চাঁদা দিতে হয়৷ চাঁদা না দিয়ে আমাদের উপায় নেই৷’’
অবশ্য মালিক ও শ্রমিক সংগঠনের ৩০টাকা করে মোট ৬০ টাকা করে চাঁদা আদায় বৈধ বলে দাবি করেন তিনি৷

একাধিক সূত্র জানায়, এখানে একটি অশুভ আঁতাতও আছে৷ ফিটনেসহীন বা চলাচলের অনুপযোগী ট্রাক পুলিশের সাথে সমঝোতা করে পণ্য পরিবহণ করে৷ তারা মাসিক ভিত্তিতে টাকা দিয়ে কার্ড সংগ্রহ করে৷ এই কার্ড তাদের "অবৈধতার বৈধতা”৷ এটা সারাদেশেই তাদের পণ্য পরিবহনের অনুমতি দেয়৷

বাংলাদেশে ট্রাক ও কাভার্ড ভ্যানের মোট সংখ্যা প্রায় তিন লাখ৷ প্রতিটি ট্রাক যদি ট্রিপ প্রতি দুই হাজার টাকা করেও চাঁদা দেয় তাহলে মোট চাঁদা আদায় হয় ৬০ কোটি টাকা৷ যদি দুই দিনে একটি ট্রিপ ধরা হয় তাহলে মাসে আদায় হয় কমপক্ষে ৯০০ কোটি টাকা৷ এই পরিমাণ চাঁদা অবিশ্বাস্য কী না জানতে চাইলে শ্রমিক নেতা হানিফ খোকন বলেন,‘‘মোটেও অবিশ্বাস্য নয়৷ আরো অনেক খাতে চাঁদা আদায় হয়৷ এখন মৃত মানুষের জন্যও চাঁদা নেয়া শুরু হয়েছে৷’’

‘‘হাইওয়ে পুলিশকে আলাদাভাবে চাঁদা দিতে হয়’’

This browser does not support the audio element.

পুলিশ সদর দপ্তরের ডিআইজি( মিডিয়া এন্ড প্ল্যানিং) হায়দার আলি খান বলেন, ‘‘চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিই৷ আর কেউ সুনির্দিষ্ট অভিযোগ করলেও আমরা ব্যবস্থা নিই৷ ৯৯৯-এ অভিযোগ করা যায়৷ হাইওয়ে পুলিশ ফেসবুকে প্রচার করেছে, নম্বর দেয়া আছে৷ পুলিশ সদর দপ্তর থেকেও প্রচার করা হচ্ছে, নম্বরগুলোতে অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে৷’’


পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এটা তো আমাদের জানাতে হবে৷ জেলার এসপি আছেন, রেঞ্জ ডিআইজি সাহেব আছেন, হাইওয়ে পুলিশের আলাদা ইউনিট আছে সেখানে অভিযোগ করতে পারেন৷” আর মাসিক চাঁদার কার্ড প্রসঙ্গে তিনি বলেন,"আমরা এই অভিযোগ অনুসন্ধান করে দেখছি৷’’

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সভাপতি রুস্তম আলী খান বলেন,‘‘আমরা সব জায়গায়ই অভিযোগ দিয়েছি৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও অভিযোগ দিয়েছি৷ আর কার কাছে দেব?’’
তার অভিযোগ, ‘‘পুলিশ ছাড়াও এখন সিটি কর্পোরেশন চাঁদা নেয়া শুরু করেছে৷ হাইওয়েতে ট্রাক দাঁড় করিয়ে চাঁদা নেয়া হয়৷’’
তবে মালিক সমিতির চাঁদার প্রসঙ্গ তুলতে তিনি বলেন, ‘‘এটা এখন নেয়া বন্ধ আছে৷’’

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ