নড়াইল-২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা৷ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি৷
বিজ্ঞাপন
নড়াইল-২ আসনে বিপুল ভোটে জয় পেয়েছেন নৌকার প্রার্থী ওডিআই ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা৷
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৩৪ গুণ বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি৷
শতাংশের হিসেবে মাশরাফি পেয়েছেন প্রদত্ত ভোটের প্রায় শতকরা ৯৬ ভাগ ভোট৷
নড়াইল-২ আসনে ১৪০টি কেন্দ্রে ২ লাখ ৮৪ হাজারের বেশি ভোট পড়েছে৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, প্রদত্ত ভোটের মধ্যে নৌকা প্রতীকে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট৷
ঢাকার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ
একাদশ জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ চলছে৷ ঢাকার বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন৷ তবে কয়েকটি কেন্দ্রে যান্ত্রিক গোলোযোগের কারণে ভোট গ্রহণ ব্যাহত হচ্ছে৷
ছবি: DW/A. Islam
অপেক্ষা
ঢাকার একটি ভোটকেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন ভোটাররা৷
ছবি: DW/A. Islam
নারীদের দীর্ঘ লাইন
ঢাকার একটি ভোটকেন্দ্রের চিত্র এটি৷ নারীরা লাইন ধরে দাঁড়িয়ে আছেন ভোট দেয়ার অপেক্ষায়৷
ছবি: DW/A. Islam
ভোট কেন্দ্রের বাইরে
ভোটকেন্দ্রের বাইরেও ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে৷ এটি ঢাকা-৮ আসনের একটি ভোটকেন্দ্র৷
ছবি: DW/A. Islam
নিজের নাম খোঁজা
এক ভোটার ভোটকেন্দ্রে নিজের নাম খুঁজছেন৷
ছবি: DW/A. Islam
ভোট দেয়ার চিহ্ন
রোববার সকালে ঢাকার একটি ভোটকেন্দ্রে ভোট দিচ্ছেন এক ভোটার৷
ছবি: DW/A. Islam
পছন্দের প্রতীক
প্রতীকগুলো দেখে ভোট দেয়ার সিদ্ধান্ত এক ভোটারের৷
ছবি: DW/A. Islam
অমোচনীয় কালি
ভোট দেওয়ার পর আঙুলে লাগানো অমোচনীয় কালি দেখাচ্ছেন এক ভোটার৷
ছবি: DW/A. Islam
ভোটারদের ক্ষোভ
যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় ক্ষোভ জানিয়েছেন এই ভোটাররা৷
ছবি: DW/A. Islam
কর্তৃপক্ষের সহায়তা নেই
তাদের অভিযোগ, যান্ত্রিক ত্রুটি দূর করতে কর্তৃপক্ষের পক্ষ থেকে কোন উদ্যোগ চোখে পড়ছে না৷ খিলগাঁওয়ের অনেক ভোটারদের একই অভিযোগ রয়েছে৷
ছবি: DW/A. Islam
9 ছবি1 | 9
এই আসনে বিএনপির কোনো প্রার্থী নেই৷ এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লড়েছেন ধানের শীষ নিয়ে, পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট৷
জেলা রিটার্নিং কর্মকর্তা আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এই ফল ঘোষণা করেন৷