1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯-ইউরোর টিকেটের লাভ-ক্ষতি

৩১ আগস্ট ২০২২

চড়া দ্রব্যমূল্য ও উচ্চ মুদ্রাস্ফীতির সময়ে সবাইকে একটু স্বস্তি দিতে ট্রেনে, বাসে মাত্র ৯-ইউরোর টিকেটে সারা জার্মানি ভ্রমণের সুযোগ দিয়েছিল সরকার৷ জুন থেকে আগস্ট- এই তিন মাস শেষ হতেই শুরু হয়েছে সস্তা টিকের লাভালাভ বিচার৷

Berlin | 9-Euro-Monatstickets in Bussen und Bahnen
ছবি: Wolfgang Kumm/dpa/picture alliance

মাত্র ৯ ইউরোতে টিকেট দেয়ায় জার্মানির ১৬টি রাজ্যে ট্রেন, বাস আর ট্রামের টিকেট বিক্রির আয় অনেক কমে যাওয়ার কথা৷ তবে তা হতে দেয়নি জার্মান সরকার৷ ১৬টি রাজ্যকে আগাম মোট ২.৫ বিলিয়ন ইউরো অতিরিক্ত আর্থিক সহায়তা দেয়া হয়েছিল৷ ফলে প্রতিটি রাজ্যে ধুম পড়েছিল ৯-ইউরোর টিকেট বিক্রির৷

তা বিক্রি কেমন হয়েছে? জার্মানির ট্রান্সপোর্ট কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন ভিডিভি-র দেয়া তথ্য বলছে, তিন মাসে বিক্রি হয়েছে মোট পাঁচ কোটি ২০ লাখ টিকেট কিনেছেন৷ অর্থাৎ জার্মানির মোট জনসংখ্যার ষাট ভাগেরও বেশি মানুষ কিনেছেন এই টিকেট৷

এই পাঁচ কোটি ২০ লাখের বাইরে এমন ১০ লাখ মানুষও ছিলেন, যারা স্বয়ংক্রিয়ভাবে পেয়েছেন এই টিকেটের সুবিধা৷ এই ১০ লাখ মানুষ সারা বছরের জন্য গণপরিবহণের মাসিক টিকিট কিনে রেখেছিলেন৷ তাই তাদের আর নতুন করে ৯ ইউরোর টিকেট কিনতে হয়নি৷ প্রায় ৮০ ইউরোর মাসিক টিকেটটার দামই এই মাসের জন্য হয়ে গিয়েছিল ৯ ইউরো৷

তিন মাস শেষ হওয়ার পর সবার শুধু একটা বিষয়েই কৌতুহল-  ৯ ইউরোর টিকেটে লাভ বেশি হয়েছে, নাকি ক্ষতি? বার্লিনভিত্তিক ম্যানেজমেন্ট কনসাল্টিং ফার্ম সিভিটি ম্যানেজমেন্ট কনসাল্ট্যান্ট-এর সিনিয়র কনসাল্ট্যান্ট জোনাথন লাসার মনে করেন, লাভ-ক্ষতি নির্ভর করে আসলে কে কী পাওয়ার জন্য এ টিকেট কিনেছিলেন, তার ওপর৷ তাই ‘‘লাভ হয়েছে, নাকি ক্ষতি?''- এমন প্রশ্নে তার উত্তর, ‘‘যদি (৯-ইউরোর টিকেটের) অফারকে নাগরিকদের ওপর থেকে আর্থিক চাপ কিছুটা কমানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করেন, তাহলে আমি বলবো- হ্যাঁ, অনেকের লাভ হয়েছে৷ যদি এটাকে (গণপরিবহণের) বিজ্ঞাপন হিসেবে দেখেন, সেক্ষেত্রেও বলবো- হ্যাঁ, অবশ্যই লাভ হয়েছে৷ কিন্তু যদি এটাকে টেকসই কোনো ব্যবস্থা হিসেবে দেখতে চান, তাহলে বলবো, না৷''

জার্মানির জাতীয় রেলওয়ের আঞ্চলিক সংস্থা ডিবি রেজিওর প্রধান রাল্ফ ডামডে মনে করেন, ‘‘৯-ইউরোর টিকেট জার্মানির আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার সব সমস্যার ওপরে আলো ফেলেছে৷'' এই তিনমাস যারা ৯-ইউরোর টিকেটে ট্রেন, বাস, ট্রামে চড়েছেন, তাদের অনেকেই তার সঙ্গে একমত হবেন৷ কারণ, এই তিনমাস, স্বল্প পাল্লার সব ট্রেন এবং বাস ও ট্রামে ভিড় ছিল প্রচুর৷ শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র অকেজো বলে মাঝে মাঝেই ট্রেনে গরমে সেদ্ধ হওয়ার তিক্ত অভিজ্ঞতা জানিয়েছেন সোশাল মিডিয়ায়৷ অনেকে আবার জানিয়েছেন ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা প্লাটফর্মে দাঁড়িয়ে থাকার কথা৷

এমন কষ্টে পড়ে কেউ কেউ বলছেন, এভাবে ৯ ইউরোতে টিকেট দিয়ে রাজ্যগুলোকে ক্ষতি পোষাতে মোটা অঙ্কের টাকা না দিয়ে সেই টাকায় রেলওয়ের অবকাঠামোর উন্নয়ন করলেই বেশি ভালো হতো৷ আবার কেউ কেউ বলছেন উদ্যোগটা যেহেতু অনেক মানুষকে আকৃষ্ট করেছে, তাই এমন উদ্যোগ অব্যাহত থাকা উচিত৷

ক্রিস্টি প্ল্যাডসন/ এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ