1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৯ মামলায় ফখরুলের জামিন, রইলো বাকি দুই

১০ জানুয়ারি ২০২৪

ঢাকার পল্টন ও রমনা থানায় করা নয়টি মামলায় জামিন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান সোহাগ উদ্দীন বুধবার বিকেলে এ আদেশ দেন৷

১৮ ডিসেম্বর আদালতে আনার পথে ফখরুল ইসলাম ও আমির খসরু মাহমুদ চৌধুরী৷
গত ২৯ অক্টোবর দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর পর থেকে বন্দি রয়েছেন বিএনপি নেতা ফখরুল ইসলামছবি: MOHAMMAD PONIR HOSSAIN/REUTERS

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে তা জানিয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল৷ এর আগে, স্থানীয় সময় দুপুরে জামিন আবেদনের শুনানি শেষ হলেও বিচারক আদেশ পরে দেওয়া হবে বলে জানান৷ মঙ্গলবার এসব মামলায় একই আদালতে মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছিল৷ এরমধ্যে ছয়টি মামলা পল্টন থানায় ও তিনটি রমনা থানায় দায়ের করা হয়৷  মামলার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়৷

গত ২৯ অক্টোবর দায়ের করা মামলায় কারাগারে পাঠানোর পর থেকে তিনি বন্দি রয়েছেন৷ পুলিশ কনস্টেবলকে হত্যা, রাস্তায় অবৈধ জমায়েত, যানবাহন ভাঙচুর, তাণ্ডব, পুলিশের অস্ত্র ছিনতাই, সম্পদের ক্ষতি, পুলিশ সদস্যদের লাঞ্ছিত এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পল্টন ও রমনা থানায় তার বিরুদ্ধে মোট নয়টি মামলা করা হয়েছিল৷

মুখোমুখি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

54:44

This browser does not support the video element.

এদিকে দৈনিক প্রথম আলোকে মির্জা ফখরুলের আইনজীবী আসাদুজ্জামান বলেছেন, নয়টিতে জামিন পেলেও আরেকটি মামলায় আজ হাইকোর্টে তার জামিন আবেদন নাকচ হয়েছে৷ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে শুনানির অপেক্ষায় আছে আরো একটি মামলা৷ এ দুটি মামলায় জামিন পেলে বিএনপি মহাসচিব কারামুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷ 

উল্লেখ্য গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে ঘিরে ঢাকায় সহিংসতার ঘটনা ঘটে৷ মৃত্যু হয় একজন পুলিশ সদস্যের৷ এজন্য সরকার বিএনপি নেতাকর্মীদের দায়ী করে আসছে৷ তবে সহিংসতার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন বিএনপি নেতারা৷

এফএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ