বাংলাদেশের বিশেষ দিবসগুলো মনে রাখার জন্য তৈরি করা হয়েছে একটি ভিডিও, যা এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে৷ প্রশংসার পাশাপাশি এ নিয়ে চলছে সমালোচনাও৷
বিজ্ঞাপন
যাঁরা অংক ভয় পান বা পেতেন তাঁদের কাছে সূত্রগুলোকে সহজে মনে রাখার জন্য শিক্ষক বা অভিভাবকরা নানা টিপস দিয়ে থাকেন৷ যেমন পরিমাপের একক৷ সে কথা মনে আছে আপনাদের? ‘কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে৷' অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার৷ ইতিহাসে মুঘল সম্রাটদের নাম মনে রাখাটা অনেকের কাছেই কঠিন হয়ে যেত৷
সেটা সহজ করার জন্য ‘বাবার হলো একবার জ্বর সারিলো ঔষধে', অর্থাৎ বাবর, হুমায়ূন, আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেব৷ এভাবে কত সহজে কিছু জিনিস মনে রাখা যায়, সেটাই তুলে ধরা হয়েছে ফেসবুকের এই ভিডিওতে৷ কিন্তু ভিডিও-র মূল বক্তব্য ভিন্ন৷ আমাদের দেশের তরুণ প্রজন্মের অনেকেই বলতে পারে না শহিদ বুদ্ধিজীবী দিবস কবে? স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে৷
এগুলো মনে রাখতে কেউ কি কখনো কোনো উদ্যোগ নিয়েছে! তাই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের বিশেষ দিনগুলো যাতে সহজে মনে রাখা যায় সেটার লক্ষ্যে৷
‘‘২১ ফেরি ভাসিয়ে দিলাম,
২৬ মাঝির সাথে
৯ মাস পর ১৬ ডিঙ্গি
বিজয় নিয়ে আসে''
এ পর্যন্ত এটি ৬৬ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ১৫শ' বার৷ এটি যারা নির্মাণ করেছেন, তারা এ বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে, যার নাম দিয়েছে হ্যাশ বিজয়ানন্দ (#Bijoyanondo)৷
এপিবি/ডিজি
‘তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না’
১৬ই ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবস৷ ন’মাসের মুক্তিযুদ্ধ আর চরম আত্মত্যাগে ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে৷ জাতি তাই আজ স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর শহিদদের৷
ছবি: picture-alliance/epa/A. Abdullah
মুক্তিযুদ্ধের পটভূমি
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ভাষার জন্য আন্দোলনরত ছাত্রদের বুকে গুলি চালানো হয়৷ রফিক, সালাম, বরকতসহ অনেকে এদিন শহিদ হন৷ সেই তার সঙ্গে সঙ্গেই রচিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি৷
ছবি: Archiv Rowshan Jahan Shathi
কাল রাত
১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে বাঙালি নিধন শুরু করেছিল পাকিস্তানি সেনাবাহিনী৷ তার জবাব দেয়া হয় স্বাধীনতা ঘোষণা আর মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে৷ যুদ্ধকালীন নয় মাসের চরম আত্মত্যাগের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ৷ বাংলাদেশিদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী৷
ছবি: DW/M. Mamun
ত্যাগের বিনিময়ে পাওয়া দেশ
১৬ই ডিসেম্বর অনেক ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে পৃথিবীর বুকে জন্ম নেয় ‘বাংলাদেশ’ নামে একটি নতুন রাষ্ট্র, পায় নতুন একটা মানচিত্র৷ স্বাধীনতার জন্য জীবন দেন ৩০ লাখ মানুষ৷ দেশের বাতাসে তাই আজ ভেসে বেড়াচ্ছে সেই গান – ‘তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না’৷
ছবি: AP
রাষ্ট্রীয় ভাবে পালন
বরাবরের মতোই দিনটিকে পালন করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে৷ তোপধ্বনির মধ্য দিয়ে ৪৪তম বিজয় উৎসব শুরু হয়৷ আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সরকার প্রধান, ক্ষমতাসীন ও বিরোধী দলের নেতারা৷
ছবি: DW/M. Mamun
মানুষের ঢল
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে সর্বস্তরের মানুষের৷ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মী সবাই সমবেত হন শ্রদ্ধার্ঘ্য হাতে৷