1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘৯ মাস পর ১৬ ডিঙ্গি বিজয় নিয়ে আসে'

১৮ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের বিশেষ দিবসগুলো মনে রাখার জন্য তৈরি করা হয়েছে একটি ভিডিও, যা এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে৷ প্রশংসার পাশাপাশি এ নিয়ে চলছে সমালোচনাও৷

Bangladesch feiert den Tag der Unabhängigkeit
ছবি: DW

যাঁরা অংক ভয় পান বা পেতেন তাঁদের কাছে সূত্রগুলোকে সহজে মনে রাখার জন্য শিক্ষক বা অভিভাবকরা নানা টিপস দিয়ে থাকেন৷ যেমন পরিমাপের একক৷ সে কথা মনে আছে আপনাদের? ‘কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে৷' অর্থাৎ কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার৷ ইতিহাসে মুঘল সম্রাটদের নাম মনে রাখাটা অনেকের কাছেই কঠিন হয়ে যেত৷

সেটা সহজ করার জন্য ‘বাবার হলো একবার জ্বর সারিলো ঔষধে', অর্থাৎ বাবর, হুমায়ূন, আকবর, শাহজাহান এবং ঔরঙ্গজেব৷ এভাবে কত সহজে কিছু জিনিস মনে রাখা যায়, সেটাই তুলে ধরা হয়েছে ফেসবুকের এই ভিডিওতে৷ কিন্তু ভিডিও-র মূল বক্তব্য ভিন্ন৷ আমাদের দেশের তরুণ প্রজন্মের অনেকেই বলতে পারে না শহিদ বুদ্ধিজীবী দিবস কবে? স্বাধীনতা দিবস কবে, বিজয় দিবস কবে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে৷

এগুলো মনে রাখতে কেউ কি কখনো কোনো উদ্যোগ নিয়েছে! তাই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আমাদের বিশেষ দিনগুলো যাতে সহজে মনে রাখা যায় সেটার লক্ষ্যে৷

‘‘২১ ফেরি ভাসিয়ে দিলাম,

২৬ মাঝির সাথে

৯ মাস পর ১৬ ডিঙ্গি

বিজয় নিয়ে আসে''

এ পর্যন্ত এটি ৬৬ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ১৫শ' বার৷ এটি যারা নির্মাণ করেছেন, তারা এ বিষয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে, যার নাম দিয়েছে হ্যাশ বিজয়ানন্দ (#Bijoyanondo)৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ